আমার একি কবার কথা

আমার একি কবার কথা,
আপন বেগে আপনি মরি।
গৌর এসে হৃদয়ে বসে
করে আমার মন চুরি 

কি-বা গৌর রূপ লম্পটে
ধৈর্য-ডুরি দেয় গো কেটে
লজ্জা-ভয় সব পালায় ছুটে
যখন ঐ রূপ মনে করি 

গৌর দেখা দিল ঘুমের ঘোরে
চেতন হয়ে পাইনে তারে
পলাইলো কোন শহরে
নব দলের রস-বিহারী 

মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকি করে
লালন বলে, তাই না আমারে
করলেন গুরু বরাবরি 




#LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি
Views

একটি মন্তব্য পোস্ট করুন

=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...