আমায় চরণ ছাড়া কর না হে
দয়াল হরি;
আমি অধম পামর বটে
দোহাই দেই তোমারি ॥

চরণের যোগ্য মন নয়
তবু মন ওই রাঙা চরণ চায়
দয়াল চাঁদের দয়া হইলে
পারে যায় অপারি ॥

অনিত্য সুখের সর্ব ঠাঁই
তাই দিয়ে জীব ভুলায়
চরণ দিতে হে গোঁসাই
কেন কর চাতুরী ॥

ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দেও হে দীননাথ
লালন বলে ঘুরাইও না হে
করে মায়াকারি ॥



#LalonGiti #LalonGeeti #লালনগীতি