আপন ছুরাতে আদম গঠলেন দয়াময় 
তা নইলে কি ফেরেস্তারে
           সেজদা দিতে কয় 
 
আল্লা আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে
শেরকী পাপ যারে বলে
            এ দীন দুনিয়ায় 
 
দুষে সেই আদম ছফি
আজাজীল হল পাপী
মন তোমার লাফালাফি
         সেরূপ দেখা যায় 
 
আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম
লালন কয় আদ্য ধরম
         আদম চিনলে হয় 
 

#LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি