আপন ছুরাতে আদম গঠলেন দয়াময় ৷
তা নইলে কি ফেরেস্তারে
সেজদা দিতে কয় ॥
আল্লা আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে
শেরকী পাপ যারে বলে
এ দীন দুনিয়ায় ॥
দুষে সেই আদম ছফি
আজাজীল হল পাপী
মন তোমার লাফালাফি
সেরূপ দেখা যায় ॥
আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম
লালন কয় আদ্য ধরম
আদম চিনলে হয় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...