আপনারে আপনি চেনা যদি যায়
তবে তারে চিনতে পারি
তবে তারে চিনতে পারি
সেই পরিচয় ॥
উপর আলা সদর বারি
আত্মারূপে অবতারি,
মনের ঘোরে চিনতে নারি
কিসে কি হয় ॥
যে অঙ্গ সেই অংশ কলা
কায় বিশেষে ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘোলা
সে কি তা কয় ॥
সেই আমি কি আমি আমি
তাই জানিলে যাই দুর্নামি,
লালন কয় তবে কি ভ্রমি
ভব কৃপায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...