আপনার আপনি রে মন,
না জান ঠিকানা ৷
পরের অন্তর কোটি সমুদ্দর
পরের অন্তর কোটি সমুদ্দর
কিসে যাবে জানা ॥
পর বলতে পরমেশ্বর
আত্মারূপে করে বিহার
দ্বিদল বারামকখানা ;
শতদল সহস্রদলে
শতদল সহস্রদলে
তারঅনন্ত করুণা ॥
কেশের আড়েতে যৈছে
পাহাড় লুকায়ে আছে,
পাহাড় লুকায়ে আছে,
দর্শন হল না ;
হেঁট নয়ন যার, নিকটে তার
হেঁট নয়ন যার, নিকটে তার
সিদ্ধি হয় কামনা ॥
সিরাজ সাঁই বলে রে লালন
গুরুপদে ডুবে আপন
আত্মার ভেদ করলে না ;
আত্মা আর পরমাত্মা
আত্মা আর পরমাত্মা
ভিন্ন ভেদ জেনো না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি #লালন গীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...