আর তো কালার সে ভাব নাইকো সই।
সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে
খেলছে সদায় প্রেম-ঝাঁপই ॥
অগোর চন্দন ভূষিত সদায়
সে কালাচাঁদ ধুলোতে লুটায়
থেকে থেকে বলছে সদায়
সাঁই দরদী কই গো কই ॥
সশুক বিরিঞ্চি আদি যার
আঁচলা ঝোলা করুয়া কোপিনসার
প্রভু শেষ নীলা করিলে প্রচার
আনকা আইন দেখ না ওই ॥
বেদবিধি ত্যজিয়ে দয়াময়
কি নতুন ভাব আনলেন নদীয়ায়
অধীন লালন বলে আমি সেই
ভাব জানিবার যোগ্য নই ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...