এই সুখে কি দিন যাবে ।
একদিন হুজ্বরে হিসাব দিতে যে হবে ॥
হজ্বরে মন তাের আছে কবলতি
তাকি মনে পড়ে না সেটি
বাকির দায় কখন, আসিয়ে শমন
তিলকে তরঙ্গ তুফান ঘটাবে ॥
আইন মাফিক নিরিখ দিতে মন
কেন এত আড়িগুড়ি তাের এখন
পত্তন যে সময় হইলে জমায়
নিরিখ ভারি কি পাতল দেখ নাই ভেবে ॥
ছাড় ছাড় ও মন ছাড়রে বিকার
সরল হয়ে জোগাও রাজকর
এবার পলে বাকি উপায় কৈ আর দেখি
লালন বলে দায়মাল হবি মন তবে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...