একদিন পারের কথা ভাবলি নারে
পার হব হিরের সাঁকো কেমন করে ॥
বিনে কড়ির সদায় কেনা
মুখে আল্লার নাম জপনা
তাইতে কি অলস পানা
দেখি তোরে ॥
এক দমের ভরসা নাই
কখন কি করবেন গো সাঁই
তখন কার দিবি দোহাই
কারাগারে ॥
ভাসাও অনুরাগের তরি
বসাও মুর্শিদ কান্ডারি
লালন কয় সেই সে পাড়ি
যাবে সেরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...