ও মন বল রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ
আইল ভেজিলেন রাসুলুল্লাহ ॥
নামের সহিত রূপ
ধিয়ানে রাখিয়া জপ
বেনিশানায় যদি ডাক
চিনবি কিরূপ কে আল্লা ॥
লা-শরিক জানিয়া তাকে
পড় কালাম দেলে মুখে
মুক্তি পাবি থাকবি সুখে
দেখবি রে নূর তাজেল্লা ॥
লা ইলাহা নফি সে হয়
ইল্লালাহ সেই দ্বীন দয়াময়
নফি এজবাত যাহারে কয়
সেহি তো এবাদত উল্লা ॥
বলেছে সাঁই আল্লা নূরী
এই জেকেরের দরজা ভারি
সিরাজ সাঁই তাই কয় পুকারি
শোন রে লালন বেলিল্লা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...