আশেকে গঠল বিহারী ৷
জ্ঞানের বাতি শীঘ্র গড়ি
জ্বালাও অতি তাড়াতাড়ি ॥
আশেকের মাশুক যারা
যোগে জেগে দেয় পাহারা
সাধনে নুর ছিতারা
উজানে চালায় তরী ॥
সাধন সাগরের ধ্যানে
বেয়ে যাও মন ধীরে ধীরে
গুরুরূপটি সঙ্গে করে
দেখতে পাবি রূপ তাহারি ॥
চন্দ্রবানকে করলে সাধন
পানা দিবেন সাঁই নিরাঞ্জন
সিরাজ সাঁই কয় শোনরে লালন
সামান্যে কি হয় ফকিরি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...