ও যার আপন খবর আপনার হয় না
আপনার চিনতে পারলে রে
যাবে অচেনারে চেনা ॥

নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায়, দেখ না;
ঢাকা-দিল্লী হাতড়ে ফিরি
কোলের ঘোর তো যায় না ॥

আত্মারূপে কর্তা হরি
নিষ্ঠা হলে মিলবে তারি, ঠিকানা
বেদ বেদান্ত পড়বি যত
বাধবে তত লখ না  ॥

আমি আমি যে বলে মন
যে জানে তার চরণ স্মরণ, নে না;
লালন বলে মনের ঘোরে
হলাম চোখ থাকিতে কানা ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি