ঐ গোরা কি শুধুই গোরা
ওগো নাগরি ৷
দেখি দেখি ঠাওরে দেখি
কেমন ছিরি ॥
শ্যাম অঙ্গে গৌরাঙ্গ মাখা
নয়ন দুটি বাঁকা বাঁকা
মন জেনে দিচ্ছে দেখা
ব্রজের হরি ॥
না জানি কোন ভাব লয়ে
এসেছে শ্যাম গৌর হয়ে
কয়দিন বা রাখবে ঢেকে
নিজ মাধুরি ॥
যে হোক সে হোক গোরা
করল কূলের কূলছাড়া
লালন বলে দেখলো যারা
সৌভাগ্য তারি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...