ঐরূপ তিলে তিলে জপ মন সূতে
যেন ভুলনা অন্য ভোলেতে ৷৷
গুরুরূপ ধিয়ানে রয়
কি করবে তার শমন রায়
নেচে গেয়ে ভবপারে যায়
গুরু চরণ তরীতে ৷৷
উপর বারি সদরওয়ালা
স্বরূপ-রূপে করছে খেলা
স্বরুপ শুরু স্বরূপ চেলা
আর কে আছে জগতে ৷৷
সামনে তরঙ্গ ভারি
গুরু বিনে নাই কাণ্ডারী
লালন বলে, ভাসাও তরী
যা করেন সাঁই কৃপাতে ৷৷
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...