ওরে মন পারে আর যাবি কি ধরে
যেতে হুজুরে তরঙ্গ ভারি
সেই পথেরে ॥
ইস্রাফিলের সিঙ্গার রবে
আসমান জমিন উড়ে যাবে
হবে নৈরাকারময় কে ভাসবে কোথায়
সেই তুফানেরে ॥
চুলের সাঁকো তাতে হীরের ধার
পার হতে হবে তুফানের উপর
নজর আসবে না কোথায় দিবি পা
সেই হীরের ধারে ॥
স্বরূপে যার আছে নয়ন
তার ভব-পারের ভয় কিরে মন
ভেবে বলে ফকির লালন
দরবেশ সিরাজ সাঁই যা করে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...