আমি ষোলোকলা সাঁজলাম
তুমি চোখ থাকিতে অন্ধ
তোমার সাথে প্রেম-পিরিতি বন্ধ।
বাটা ভরা পান নিছি খয়ের জর্দা চুন
শীতলপাটি ফুলের বনে সয় না আর যে রোল।
আমি তোমার চোখে চাইয়া দেখি
নাইকো সেই আনন্দ।
আমার মনের ফুল বাগানে রঙ-বেরঙের ফুল
সঙ্গে করে আনিয়াছি হইয়া না আকুল।
আমি সাধ্য করিয়া ফুটাইলাম ফুল
পাওনা তুমি গন্ধ।
কাছে তুমি আছো তোমার মনটা অনেক দূর
আমার জায়গা নাই সেখানে বাজে ভিন্ন সুর।
জাহাঙ্গীর রানা কয় তোমার
মনে দ্বিধাদন্দ।
Song: Sholokola
Singer: Tahmina Tarin
Writter: Jahangir Rana
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...