দাঁড়া তোরে একবার দেখি ভাই ।
এতদিনে খুঁজে তোরে
পাই নে কানাই ॥
ষড় ঐশ্বর্য ত্যাগ করে
এলি রে ভাই নদেপুরে
কি ভাবের ভাব তোর অন্তরে
আমায় সত্য বল তাই ॥
তোর লেগে যশোদা রাণী
হয়ে আছে পাগলিনী
ও যে হায় নীলমণি
বলে ছাড়ে হাঁই ॥
দৃষ্টি দেখ তুমি আমার
ছিদাম নফর তোমার
লালন বলে কেঁদে এবার
ভাবের বলিহারি যায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...