এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখী।
কারো কথা কেউ বলে না
আমি একা হই কলঙ্কী ॥
অনেকেই তো প্রেম করে
এমন দশা ঘটে কারে
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি ॥
তলে তলে তলগোঁজা খায়
লোকের কাছে সতী কওলায়
এমন সৎ অনেক পাওয়া যায়
সদর যে হয় সেই পাতকি ॥
অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুল নাশিলে
লালন বেড়ায় ফুচকি খেলে
ঘোমটা দিয়ে চায় আড়চোখি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীত
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...