প্রেম পরম রতন।
লভিবারে হেন ধন
কর হে যতন 

প্রেমে রত যত জন
নাহি কোন কু-বচন
দ্বেষ হিংসা কদাচন
নাহি লয় মনে কখন 

প্রেমে সহিষ্ণুতা করে
পরহিতে সদাই ফেরে
শত্রু-মিত্রের মঙ্গল করে
সবারি সামনে হন 

প্রেমে লোভ ক্রোধ হয়ে
অহংকার নাশ করে
দয়া-মায়া গুণ ধরে
সুখ প্রস্রবণ 

সিরাজ সাঁই কয় রে লালন
প্রেমধন কর বিতরণ
তবে পাবে তার শ্রীচরণ
সঁপে প্ৰাণ মন 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি