দেখ না এবার আপন ঘর ঠাউরিয়ে।
আঁখির কোণে পাখির বাসা
আসে যায় হাতের কাছ দিয়ে 

সব ঘরে পাখি একটা
সহস্র কুঠুরী কোঠা
আছে আড়া পাতিয়ে;
নিগুমে তার, মুল একটি ঘর
অচিন হয় সেথা যেয়ে 

ঘরে আয়না আঁটা চৌপাশে
মাঝখানে পাখি বসে
আছে আনন্দিত হয়ে;
দেখ নারে ভাই ধরার জো নাই
সামান্য হাত বাড়ায়ে 

কেউ দেখতে যদি সাধ কর
সন্ধানীকে চিনে ধর
দেবে দেখায়ে;
সিরাজ সাঁই কয়, লালন তোমায়
বুঝাইতে দিন যায় বয়ে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি