দেখে শুনে জ্ঞান হল না।
কি করিতে কি করিলাম
দুগ্ধেতে মিশল চোনা ॥
মদন-রাজার ডাঙ্গা ভারি
হলাম তার আজ্ঞাকারি
যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না ॥
রাগের আশ্রয় নিলে তখন
কি করিতে পারে মদন
আমার হলো কামলোভী মেন
মদন রাজার গাটরি টানা ॥
উপর হাকিম একদিনে
কৃপা করত নিজ গুণে
দিনের অধীন লালন ভণে
যেত মনের দোটানা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...