ধড়ে কোথায় মক্কা মদিনে
চেয়ে দেখ নয়নে।
ধড়ের খবর না জানিলে
ঘোর যাবে না কোন দিনে ॥
ওহাদানিয়াতের রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুরে যেতে পথ পাবি না
ঘুরবি কত ভূবনে ॥
উপরআলা সদর বাড়ি
আলীপুরে তার কাচারী
করছে রে হুকুম জারী
মক্কায় বসে নির্জনে ॥
চারি রাহায় চারি মকবুল
ওহাদানিয়াতে রাছুল
সিরাজ সাঁই কয় না যেনে 'উল'
লালন ঘোর পথে ঘুরিস কেনে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...