দিল দরিয়ার মাঝে দেখলাম
আজব কারখানা।
ডুবলে পরে রতন পাবে
ভাসলে পরে পাবে না 

দেহের মাঝি বাড়ি আছে
সেই বাড়িতে চোর লেগেছে
ছয় জনাতে সিঁদ কাটেছে।
চুরি করে একজনা 

দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলছে
ছয় জনাতে গুণ টানিছে
হাল ধরেছে একজনা 

দেহের মাঝে বাগান আছে
নানা জাতের ফুল ফুটেছে
সৌরভে জগৎ মেতেছে
লালনের প্রাণ পাতলো না 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি