দিনের নবী মুরিদ কোন ঘরে।
কোন্ কোন্ চার ইয়ার এসে
চাঁদুয়া ধরে ॥
উতারিল তার কোন্ পেয়ালা
জানিতে উচিত হয় নিরালা
অরুণ বরুণ জ্যোতিষ মালা
কোন্ যোগে কোন্ সাধন করে ॥
যার কলেমা দিন দুনিয়ায়
সে মুরিদ হয় কোন্ কলেমায়
নিহাজ করে দেখ মনরায়
মুর্শিদ তত্ত্ব অথই গভীরে ॥
ময়ূরা ময়ূরী নীলে
কোন যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইশারায় বলে
লালন ঘুরে বেড়ায় বুদ্ধির ফ্যারে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...