ক্ষম অপরাধ ওহে দীননাথ
কেশে ধরে আমায় লাগাও কিনারে।
তুমি হেলায় যা কর তাই করতে পার
তোমা বিনে পাপীর তারণ কে করে ॥
শুনতে পাই পরম পিতা গো তুমি
অতি অবোধ বালক আমি
যদি ভজন ভুলে কুপথে ভ্ৰমি
তবে দেও না কেন সুপথ স্মরণ করে ॥
পাপীকে তরাইতে পতিত-পাবন নাম
তাইতে তোমায় ডাকি গুণধাম
তুমি আমার বেলায় কেন হলে বাম
আমি আর কতকাল ভাসব দুখের পাথারে ॥
না বুঝে পাপ সাগরে ডুবে খাবি খাই
শেষকালে তোর দিলাম গো দোহাই
এবার আমায় যদি না তরাও গো সাঁই
তোমার দয়াল নামের দোষ রবে সংসারে ॥
অথই তরঙ্গে আতঙ্গে মরি
কোথায় হে অপারের কান্ডারী
লালন বলে তরাও হে তরী
নামের মহিমা জানাও ভব বাজারে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...