তিন বেড়ার এক বাগান আছে
তাহার ভিতর আজব আছে ॥
সেই যে আজব গাছে
চন্দ্র-সূর্য ফুল ফুটেছে
কে শোভা তাহে দেখাচ্ছে
বোঁটা নাই ফুল দোলে আছে ॥
সেই যে গাছের মূল কাটা
পাহারা দেয় এই ছয় বেটা
সাড়ে চব্বিশ চন্দ্র আঁটা
ওসে গুরুরূপে ঝলক দিচ্ছে ॥
আছে মরা মানুষ গাছে চড়া
আল্লা নবী বুলি বলছে তারা
ফকির লালন বলে, মনরে বোকা
ও ফুলের সুধা খেলে মরা বাঁচে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...