ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।
বড় সংকটে পড়িয়ে এবার
বারে বার ডাকি তোমায় ॥
তোমারই ক্ষমতায় আমি
যা পার তাই কর তুমি
রাখ মার সে নাম নামি
তোমারই এই জগৎময় ॥
পাপী অধম তরাইতে সাঁই
পতিত পাবন নাম শুনতে পাই
সত্য মিথ্যা জানব হেথায়
তরাইতে আজ আমায় ॥
কসুর পেয়ে মার যারে
আবার দয়া হয় পো তারে
লালন বলে এ সংসারে
আমি কি তোর কেহই নই ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...