কোন্ কোন্ হরফে ফকিরি।
কিসে আসল হয় সে হরফ
জানতে হয় তার ফিকিরি 

কয়টি হরফ লাগে বর্জোখ
কী কী নাম বলি তারি
না জেনে তার, নিরিখ নেহার
পড়ে শুনে কী করি 

এক হরফে নিজ নাম আছে।
শুনি তায় বরাবরি।
কোন হরফ সে, কর না দিশে
দিন হল আখেরী 

ত্রিশ হরফের চার হরফে
কালুল্লা গণ্য করি ।
লালন বলে আর, কয় তরফ তার
কালেকটারী করে জারি 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি