কোন্ কোন্ হরফে ফকিরি।
কিসে আসল হয় সে হরফ
জানতে হয় তার ফিকিরি ॥
কয়টি হরফ লাগে বর্জোখ
কী কী নাম বলি তারি
না জেনে তার, নিরিখ নেহার
পড়ে শুনে কী করি ॥
এক হরফে নিজ নাম আছে।
শুনি তায় বরাবরি।
কোন হরফ সে, কর না দিশে
দিন হল আখেরী ॥
ত্রিশ হরফের চার হরফে
কালুল্লা গণ্য করি ।
লালন বলে আর, কয় তরফ তার
কালেকটারী করে জারি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...