কোন চরণ এই দীনহীনকে দেবে।
দুটি চরণ বই নয়, আছে গত ভক্তের হৃদয়
দয়াময় আমার ভাগ্যে কি হবে ॥
শুনেছি সেই ত্রেতা যুগে
রাম অবতার ভক্তের লেগে
মহাতীর্থস্থান যোগে
যুদ্ধ জয় কলরবে;
তুমি গয়াসুরকে চরণ দিয়ে
বন্ধ হয়েছ ভক্তিভাবে ॥
প্রহলাদ নারদ আদি
চরণ সাথে নিরবধি
আমার বঞ্চিত বিধি
এ নিধনের ভার কে লবে;
চরণ পাবার আশায় ত্রিপুরারি বেড়ায়
শ্মশানে পাগল ভাবে ॥
পাষাণী মানব ধূলাই
চরণমালা হুনুর গলাই
হৃদয় মাঝে চরণ দোলাই
নেপুর বাজে সু-রবে;
লালন বলে চরণ বিক্রেতা জনমের মত
ফিরে কিহে আর পাবে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...