কোন চরণ এই দীনহীনকে দেবে।
দুটি চরণ বই নয়, আছে গত ভক্তের হৃদয়
দয়াময় আমার ভাগ্যে কি হবে 

শুনেছি সেই ত্রেতা যুগে
রাম অবতার ভক্তের লেগে
মহাতীর্থস্থান যোগে
যুদ্ধ জয় কলরবে;
তুমি গয়াসুরকে চরণ দিয়ে
বন্ধ হয়েছ ভক্তিভাবে 

প্রহলাদ নারদ আদি
চরণ সাথে নিরবধি
আমার বঞ্চিত বিধি
এ নিধনের ভার কে লবে;
চরণ পাবার আশায় ত্রিপুরারি বেড়ায়
শ্মশানে পাগল ভাবে 

পাষাণী মানব ধূলাই
চরণমালা হুনুর গলাই
হৃদয় মাঝে চরণ দোলাই
নেপুর বাজে সু-রবে;
লালন বলে চরণ বিক্রেতা জনমের মত
ফিরে কিহে আর পাবে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি