কোন সাধনে পাই গো তারে।
আমার মন অহর্নিশি
চায় যাহারে ॥
হোম, যজ্ঞ, স্তব দান ব্রত
তাহাতে সাঁই হয় না রত
সাধুশাস্ত্রে কয় সদা তো
মনে কোনটা জানি সত্য করে ॥
পঞ্চ প্রকার মুক্তি বিধি
অষ্টাদশ প্রকারে সিদ্ধি
এই সকল সব হেতু ভক্তি
তাতে বশ নাই আলেক সাঁইজী মেরে ॥
ঠিক পড়ে না প্রবর্তের ঘর
সাধন সিদ্ধি কীসে হয় তার
সিরাজ সাঁই কয় লালন তোমার
নজর হয় না কোলের ঘোরে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...