কোন খানদানে নবীজী মুরীদ হয়
বল দ্বীন-দয়াময়।
আছে কাদরিয়া চিশতীয়া নকশাবন্দীয়া
মোজাদ্দেদিয়া মুর্শিদ কয় 

নূরী জোহরী জব্বুরী ছত্তরী
চার পেয়ালা নবী পায়।
আবু বক্কর, উমর, উসান, আলী
কোন পেয়ালা কারে দেয়া 

এক চন্দ্ৰ লক্ষ লক্ষ তারা
আসমান ছেয়ে রয়।
অমাবসন্ত লাগলে চন্দ্ৰ
কোন জায়গায় লুকায়ে রয় 

সিরাজ সাঁই কয় অবোধ লালন
নূর পেয়ালা কারে কয়।
চেতন মানুষ ধরে নফী এজবাত
লেহাজ করে জানতে হয় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি