কোন সুখে সাঁই করে খেলা এই ভবে।
আপনি বাজায় আপনি বাজে
আপনি মজে সেই রবে ॥
নাম শুনি লা-শরীকালা
সবার শরিক সেই একেলা
আপনি তরঙ্গ আপনি ভেলা
আপনি খাবি খায় যুবে ॥
ত্রিজগতে যে রাই রাঙ্গা
তার দেখি ঘরখানি ভাঙ্গা
হায় কি মজা আজব রঙ্গা
দেখায় ধনী কোন ভাবে ॥
আপনি চোর হয় আপনি বাড়ি
আপনি পরে আপন বেড়ী
লালন বলে এই নাচারি
কইনে থাকি চুপচাপে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...