নবীজী মুরিদ কোন ঘরে।
কোন কোন চার এয়ার এসে
চাঁদোয়া ধরে 

যার কালেমা দিন দুনিয়ায়
মুরিদ হলো কোন কালেমায়
নেহাজ করে দেখ মনরায়
মুর্শিদ তত্ত্ব অথাই গভীরে 

উতারিল তারে কোন পেয়ালা
জানিতে উচিত হয় নিরালা
অরুন বরুন জ্যোতিষ মালা
কোন যোগে কোন সাধন করে 

ময়ূরা ময়ূরী নিলে
কোন যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইশারায় বলে
লালন ঘুরে মলি বুদ্ধির ফেরে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি