নবীর নূরে সয়াল সংসার।
আবহায়াতে আহাদ নূরী
জিন্দা চার যুগের উপর 

অচিন দলে আদ্য মূল
তোফা গাছে তওবার ফুল
যার হয়েছে সেই ফুলের উল
চৌদ্দ ভুবন হয় দীপ্তকার 

খোদ বীজে বৃক্ষ নবী
সেই নূরে হয় আদম ছফী
রঙে নূরের ছফি
এলো রে আঙ্গুল্লার পর 

এক ভাঙে জীব পরম
ভিন্নরূপ ধরম করম
সিরাজ সাঁই বলছে রে লালন
মুর্শিদরূপে পরোয়ার 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি