নবীর নূরে সয়াল সংসার।
আবহায়াতে আহাদ নূরী
জিন্দা চার যুগের উপর ॥
অচিন দলে আদ্য মূল
তোফা গাছে তওবার ফুল
যার হয়েছে সেই ফুলের উল
চৌদ্দ ভুবন হয় দীপ্তকার ॥
খোদ বীজে বৃক্ষ নবী
সেই নূরে হয় আদম ছফী
রঙে নূরের ছফি
এলো রে আঙ্গুল্লার পর ॥
এক ভাঙে জীব পরম
ভিন্নরূপ ধরম করম
সিরাজ সাঁই বলছে রে লালন
মুর্শিদরূপে পরোয়ার ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...