নবীর আইন বোঝা সাধ্য নাই।
যার যেমন বুদ্ধিতে আসে
বলে তাই 

বেহেস্তের লায়েক আহাম্মক সবে
তাই শুনি হাদিস কিতাবে
এমত কথার হিসাবে
বেহেস্তের গেওরব কিসে রয় 

ঠকলে বলে আহাম্মক বোকা
সেই আহাম্মক পায় বেহেস্তে জায়গা
এ সকল পূর্ণ ধোকা
কে ঘুচাবে কোথা যাই 

রোজা নামাজ বেহেস্তের ভজন
তায় করে আহাম্মক সে জন
বিনয় করে বলছে লালন
থাকতে পারে ভেদ মুর্শিদের ঠাঁই 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি