প্রেম কি সামান্যেতে রাখা যায়।
প্রেমে মজলে ধর্মাধর্ম ছাড়তে হয় ॥
দেখরে সেই প্রেমের লেগে
হরি দিল দাসখত লিখে
ষড় ঐশ্বর্য ত্যাজ্য করে
কাঙাল হয়ে ফেরে নদীয়ায় ॥
ব্রজে ছিল জলদ কালো
প্রেম সেধে গৌরাঙ্গ হলো
সে প্রেম কি সামান্য বলো
যে প্রেমের রসিক দয়াময় ॥
প্রেম পিরিতের এমনি ধারা
এক মরণে দুইজন মরা
ধর্মাধর্ম চায় না তারা
লালন বলে প্রেমের রীতি তায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...