পূর্ণচন্দ্র উদয় কখন কর মন বিবেচনা।
আগমে আছে প্রকাশি ষোলকলাই পূর্ণশশী
পনেরই পূর্ণমাসী শুনে মনের ঘোর গেল না ॥
সাতাশ নক্ষত্র সাঁইত্রিশ যোগেতে,
কোন সময় চলে সাঁইত্রিশেতে
যোগের এমনি লক্ষণ অমৃতফলের স্থান
জানত যদি দরিদ্রমন
অসুসার কিছু রইত না ॥
পূর্নিমার যোগাযোগ হলে,
শুকনা নদী উজান চলে
ত্রিবেণীর পিছল ঘাটে নিঃশব্দে বন্যা ছোটে
চাঁদ-চকোরের ভাটার চোটে
বাঁধ ভেঙ্গে যায় তৎক্ষণা ॥
নিচের চাঁদ রাহুতে ঘেরা,
গগন চাঁদ কি পাব ধরা
যখন হয়রে অমাবস্যে [ তখন ] চন্দ্র রয় কোন দেশে
লালন ফকির হারায় দিশে
চোখ থাকতে হয় কানা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...