যেজন শিষ্য হয় গুরু মনের খবর পায়।
এক হাতে যদি বাজতো তালি
তবে কেন দুহাত লাগায় ॥
গুরুশিষ্য এমনি ধারা
যেমন চাঁদের কোলে থাকে তারা
কাঁচা বাঁশে ঘুণে জরা
না চিনিলে ঘটিবে তায় ॥
গুরু লোভী শিষ্য কামি
প্রেম করা থাক তার ছেঁচা পানি
উলুর খড়ে জ্বলছে অগ্নি
জ্বলতে জ্বলতে নিভে যায় ॥
গুরুশিষ্য প্রেম করা
যেমন মুঠার মধ্যে ছায়া ধরা
সিরাজ সাঁই কয় লালন তেরা
এমনি প্রেম করা চাই ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...