যেজন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে।
ঘুচেছে তার মনের আধার
সে দিক ছাড়া নিরিখ বেঁধেছে 

হাওয়া দমে বেঁধে ভেলা
অধরচাদ মোর করছে খেলা
ঊর্ধনালে চলা ফেরা
সাধন বলে কেউ দেখেছে 

হাওয়াদ্বারি দম কুঠরী
মাঝখানে অটল বিহারী
স্বর্ণবিহার স্বর্ণপুরী
কলকাঠি তার ব্রহ্মদ্বারে আছে 

মন খুঁটে প্রেম ফাঁসি করে
জ্ঞানশিকারী শিকার ধরে
ফকির লালন কয় সে বিনয় করে
সে ভাব ঘটল না মোর হৃদয় মাঝে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি