যেজন পদ্মহেম সরোবরে যায়।
অটল অমূল্যনিধি
সেই অনায়াসে পায় ॥
অমৃত সেই নদীর পানি
জন্মায় কৃত মুক্তামণি
বলব কি তার গুণবাখানী
সে জলে পরশে পরশ হয় ॥
পলক ভরে পড়ে চরা
পলকে বয় তরকা ঝরা
সেই ঘাটে বেঁধে মৎস্য ধরা
সামান্যের কাজ নয় ॥
বিনে হাওয়ায় মৌজা খেলে
ত্রিখণ্ড হয় তৃণ পোলে
তাহে ডুবে রত্ন তোলে
রসিক মহাশয় ॥
গুরুজী কাণ্ডারী যারে
অথায়ে থাই দিতে পারে
লালন বলে সাধন জোরে
শমন এড়ায় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...