যেজন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
তার কি আর জাতের ভয় আছে ॥
সূতার টানে পুতুল যেমন
নেচে ফেরে সারা জনম
নাচায় বাঁচায় সেহি একজন
গুরু নামে জগৎ জুড়েছে ॥
গুরুমাখা ত্রিজগৎময়
হাসি-কান্না স্বর্গ-নরক হয়
উত্তম ম্লেচ্ছ কারে বলা যায়
দেখ গভীরেতে বুঝে ॥
সকল পূণ্যের পূণ্যফল
গুরু বিনে নাই সম্বল
লালন কয় তার জনম সফল
যে জন গুরুধন পেয়েছে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...