মন বিবাগী বাগ মানে না রে।
যাতে অপমৃত্যু ঘটে
মন সদায় তাই করে ॥
মন হল না মনের মতন
কিসে হবে ভজন সাধন
দেখে শিমুল ফুল, সদাই ব্যাকুল
দুকুল হারালাম মনের ফেরে ॥
মনের গুণে কেউ হলো মহাজন
ব্যাপারে লাভ করে অমূল্য রতন
আমার মন তো, আমায় করল হত
মনকে বুঝাইতে নারে জনম ভরে ॥
মন কি মুনাই হাতে পেলাম না।
কেমনে আর হয় সাধনা
লালন বলে আমি হলাম পাতালগামী
কী করিতে এসে যায় কী করে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...