মন জানে না মনের ভেদ
একি কারখানা।
এ মনে ও মন করছে ওজন
কোথা সে মনের থানা ॥
মন দিয়ে মন ওজন সই হয়
দুই মনে এক লেখে থাকায়
তাইরি ধরে যোগ সাধনে
করগে মনের ঠিকানা ॥
মন এসে মন হরণ করে
লোকে ঘুম বলে তারে
কত আনকা নহর, আনকা শহর
ভ্ৰমিয়ে দেখায় তৎক্ষণা ॥
সদায় সে মন বাইরে বেড়ায়
বদ্ধ সেতো রয় না রে আড়ায়
লালন ভণে সন্ধি জেনে
কর গে মনের ঠিকানা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...