মন তুমি গুরুর চরণ ভুলনা।
গুরু বিনে এ ভুবনে
পারে যাওয়া যাবে না ॥
পারে লয়ে যাবি যঁহা
ঠিক রাখ ষোলআনা
সে পারের সম্বল না থাকিলে
পাটনী পার করবে না ॥
হক্কের উপরে থাকবে যখন
লাহুত তুমি চিনবে তখন
এই সত্য জেনে মন
মানুষ তুমি ধরলে না ॥
পারের সম্বল লাগবে না
এমন পাগল আর দেখিনা
ফকির লালন বলে মন রসনা
শুরুর কর বন্দনা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...