মনরে কবে ভবে সূর্যের যোগ হয়
কর বিবেচনা।
চন্দ্ৰকান্তি যোগ মাসান্ত
ভবে আছে জানা ॥
যে জাগে সেই যোগের সাথে
অমূল্য ধন পাবে হাতে
ক্ষুধা তৃষ্ণা যাবে তাতে
এমন ধন খুঁজলে না ॥
চন্দ্ৰকান্তি সূর্যকান্তি
ধরে আছে আলেক পান্থি
যুগলেতে হও একাপ্তি
পাবি উপাসনা ॥
অখন্ড উদ্ভব রতি
রসিকের প্রাণ রসের প্রতি
লালন ভেবে কয় সম্প্রতি
দেহ খুঁজে দেখ না ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...