রুকু-সেজদা তুলে দেখি
সামনে মরার বাড়ি ।
কেমন করে এই নামাজ আমি পড়ি ॥
জায়নামাজে হইলি খাড়া
পলকে তোর নামাজ পড়া
দৌড়াইল তোর মনের ঘোড়া
আজাজিল হইল সোয়ারী ॥
নদীর ধারে ওযু করলি
তাতে কি তুই শুদ্ধ হলি
লালন বলে নামাজ পড়ে মুছল্লি
ঐ নামাজের গুরু কে তোরি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...