অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে---
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ৷৷
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে ।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে ৷৷
যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ ।
চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে ।
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...