ভালোবাসিলে যদি সে ভালো না বাসে
কেন সে দেখা দিল।
মধু-অধরের মধুর হাসি
প্রাণে কেন বরষিল ৷৷
দাঁড়িয়ে ছিলেম পথের ধারে,
সহসা দেখিলেম তারে—
নয়ন দুটি তুলে কেন
মুখের পানে চেয়ে গেল ।
মধু-অধরের মধুর হাসি
প্রাণে কেন বরষিল ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...