দিনের বেলায় বাঁশি তোমার
বাজিয়েছিলে অনেক সুরে—
গানের পরশ প্রাণে এল,
আপনি তুমি রইলে দূরে ৷৷
শুধাই যত পথের লোকে
‘এই বাঁশিটি বাজালো কে’-
নানান নামে ভোলায় তারা,
নানান দ্বারে বেড়াই ঘুরে ৷৷
এখন আকাশ ম্লান হল,
ক্লান্ত দিবা চক্ষু বোজে-
পথে পথে ফেরাও যদি
মরব তবে মিথ্যা খোঁজে ৷
বাহির ছেড়ে ভিতরেতে
আপনি লহো আসন পেতে–
তোমার বাঁশি বাজাও আসি
আমার প্রাণের অন্তঃপুরে ৷৷
#RabindraSangeet #RabindranathTagore #রবীন্দ্র সঙ্গীত #গীতাঞ্জলী
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...