নগর কি বা বন্দরে
আলো কিবা আঁধারে
যেদিকে তাকাই গো আমি
যেদিক তাকাই
তোমারে না দেখলেও তোমার
ছায়া দেখতে পাই ৷৷
তুমি গুণী তুমি মানী
তুমি সর্বদাতা
ঝড় তুফানে রোদের দিনে
বটবৃক্ষ ছাতা
স্বপনেতে দেখা দিলেও
জেগে দেখি নাই --ঐ ৷৷
চণ্ডীদাস আর রজকিনী
যে যাহারই মতন
ইহ-পর দুই কালে মোর
তুমিই যে আকর্ষন
শামরানেরে দাও দরশন
তাপিত প্রাণ জুড়াই --ঐ ৷৷
Song: Tomare Na dekhle
Singer: Pothik Uzzal
Lyrics & Tune: Shamran Ahmed Milon
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...