হইলো না তার সনে পিরিত
হইলো না তার সনে 
চাইয়া চাইয়া দেখলাম শুধু
আমার দুই নয়নে
আড়াল থেকে ভাল বাসলাম
একেলা গোপনে.... ৷৷

হয়তো আমার ছিলো না-রে
পাকা দালান ঘর
হইলে পিরিত রাখতাম তারে
বুকের ওই উপর 
রাত জাগিয়া নিশি কাটাই
ভাবি নিরজনে
একবার যদি প্রাণবন্ধু
চায় রে আমার পানে ৷৷

রূপের পাগল নইরে আমি
নয় ধনের পাগল
এক চাওয়াতেই দিতাম সঁপে
যা ছিলো সকল 
তার লাগিয়া কত মায়া
অস্তর যামী জানে
সে বিনে আর নাই যে কিছু
স্যামরানেরি ধ্যানে ৷৷

Song: Hoilo Na tar Shone Pirit
Singer: Pothik Uzzal
Lyrics & Tune: Shamran Ahamed Milon